ব্লক এস/৩৯১/১, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ কলকাতা-৯৪ এর পুজোর বয়স ২৬ বছর। ক্লাবের প্রেসিডেন্ট শ্রী শান্তিশঙ্কর চ্যাটার্জি। বিগত ২৫ বছর ধরে এই দুর্গাপূজাকে সাধারণ ক্লাবের দুর্গাপূজা হিসেবেই করা হতো। পূজার সময় আয়োজন হতো বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠান যেমন, নাচ,গান, নাটক, কবিতা ইত্যাদি। সঙ্গে থাকতো ধুনুচি নাচ, ঢাকের লড়াই, শঙ্খ বাজানো প্রতিযোগিতার মতন নানা খেলাও। মহানবমী তিথিতে বিশাল ভোগের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়া অষ্টমীতে অঞ্জলি এবং দশমীতে সিঁদুরখেলার সময় ভিড় হয় চোখে পড়ার মতন।
এই বছর প্রথম তারা থিম পুজোর আয়োজন করেছে। মণ্ডপ সজ্জায় থিমের ছোঁয়া থাকলেও মাতৃমূর্তি হচ্ছে সাবেকি। এই বছর তাদের থিম হচ্ছে "হারিয়ে যাও মাদুর কাঠি"। এইবছর এই ক্লাব তাদের লোকাল একটি আর্ট, 'রঙিন রাজপথে চলো যাই একসাথে'-কে দর্শকদের সাথে তুলে ধরতে চাইছেন। মণ্ডপটি তৈরী হয়েছে মহারাষ্ট্রের সিরডি মন্দিরের আদলে। মণ্ডপসজ্জা করেছেন শ্রী কালিপদ নস্কর। এইবছর প্রতিমাশিল্পী কুমোরটুলির বাবলু পাল। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। কমিটির আশা এইবছর ৫০০০-১০০০০ ফুটফল হবে তাদের মণ্ডপে।