About Us

৫১ বছরের পুরোনো ক্লাবটিতে জন্মলগ্ন থেকে শ্যামা মায়ের আরাধনা করা শুরু হলেও, পরবর্তীকালে দুর্গা মায়ের আরাধনা করা শুরু করেন। ১৯৯৫ সাল থেকে দুর্গাপুজো করা শুরু করেন। দেখতে দেখতে ২৪তম বছরেপড়লো তাদের পুজোটি। প্রথম দূর্গা পুজোটি অশ্বথতলা নিচে শুরু করে বলে সেই নাম অনুসারে পুজো কমিটির নাম শিবরামপুর অশ্বথতলা। এবছরে তাদের থিম “শৈশব আজ অপরিত, কৈশোর গেছে অস্ত্র”। থিমটির মধ্যে দিয়ে একটি চিরন্তন সত্যকে তুলে ধরতে চেয়েছেন। নবীন প্রজন্ম যে ডিজিটাল দুনিয়া নিয়ে ব্যাস্ত সেই দুনিয়াতে হারিয়ে গেছে খেলা ধূলো। মাঠ বনাম মোবাইল যে দ্বন্দ্বতা সেটি নিয়ে এবারে তাদের থিম।