৪৮ বছর আগে ১৯৭০ সালে স্বর্গীয় শ্রী জীবন সেন, শ্রী সুকুমার ঘোষ, গোবর্ধন দাস প্রমুখের হাত ধরে তৈরী হয় ক্লাবটি। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী অশোক সেন। অতি পুরোনো ক্লাব হলেও এই ক্লাবে দুর্গাপুজো শুরু হয় মাত্র ২৬ বছর আগে। পুজো ছাড়াও নানা রকম সোশ্যাল কাজ করে থাকেন এই ক্লাবের সদস্যবৃন্দ যেমন রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, নানা রকম খেলাধুলা ইত্যাদি।
পুরস্কারের মধ্যে অন্যতম হলো ডোমজুড় থানা সমন্বয় কমিটির পক্ষ থেকে পরপর ৩ বছর প্রথম পুরস্কার পায় সবচেয়ে বড় বাজেটের পুজো করার জন্য। এছাড়াও রয়েছে ডোমজুড় সংস্কৃতি পরিষদের তরফ থেকে প্রথম পুরস্কার এবং ডোমজুড় সায়েন্স এন্ড হেল্থ কমিটির তরফ থেকে গ্রীন অ্যাওয়ার্ড। ক্লাবের বর্তমান সেক্রেটারি চঞ্চল ভট্টাচার্য্য।