শ্মশান যাত্রীদের বলা হয় সহযাত্রী। এই চিন্তা থেকেই জন্ম এই ক্লাবের।
১৯৪৮ সালে স্বর্গীয় সুধীর চ্যাটার্জি, স্বর্গীয় পীযুষ গুহ, স্বর্গীয় সুবোধ মুখার্জি, স্বর্গীয় পঞ্চানন মুখার্জি ও স্বর্গীয় সৌরেন রায়ের হাত ধরে জন্ম এই ক্লাবের।
প্রথমদিকে ক্লাবটি তৈরি হলেও দুর্গাপূজা করার জন্য কোনো জায়গা ছিল না সেখানে। পরবর্তীকালে ৯/১ বি সদানন্দ রোড, কলকাতা- ২৬ এই ঠিকানায় শুরু হয় পুজো। বর্তমানে আবারও স্থান পরিবর্তন করেছে এই ক্লাব। এখন ক্লাবের ঠিকানা ৩০, মহিম হালদার স্ট্রিট, কলকাতা- ৭০০০২৬।
এই ক্লাবের প্রাপ্ত পুরস্কারগুলো হলো- ১৯৯৯ সালে আইবিপি থেকে সেরা সিংহের জন্য পুরস্কার, ২০১৫ সালে ষ্টার আনন্দ থেকে পুরস্কার, ২০১৬ সালে প্রভাস খবর থেকে পঞ্চম পুরস্কার।