About Us

উত্তর কলকাতার রাম বাগান অঞ্চলের রমেশ দত্ত স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব ৭৩ বছরে পদার্পন করলো| উত্তর কলকাতা আনন্দ মন্দির এই পূজা পরিচালিনা করে| ১৯৯২ সালে ১০ জনকে নিয়ে একটি অবৈতনিক কোচিং শুরু হয় আজকের দিনে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীরা সংখ্যা দাঁড়ায় ৫৩০ জন| তাদের এই কাজে সর্বত্রভাবে  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে “সিনি আশা ও রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ”| পড়াশোনা ছাড়াও অন্যান্য স্বনির্ভর রোজগারের ব্যবস্থা আছে| এইসব প্রকল্প চালানোর জন্য রয়েছে ৩৫ জন শিক্ষক শিক্ষিকা| ক্লাবের পুজোয় সাধারণ পরিবার ও যৌনকর্মী পরিবার ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেন| ক্লাবের বিশেষত্ব হলো, কোনো ভেদাভেদ থাকে না, সব ধর্মের মানুষ সব কর্মের মানুষ একসঙ্গে পুজোয় অঞ্জলি দিতে পারেন, বিসর্জন ও আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে পারেন| এছাড়াও এই অঞ্চলের ছাত্র ছাত্রীরা প্যান্ডেলের সাজসজ্জায় অংশগ্রহণ করে|