About Us

১৯৫০ সাল থেকে যাত্রা শুরু করে রায়পুর ক্লাব এই বছর পদার্পণ করলো ৬৯তম বর্ষে। এলাকার বাসিন্দাদের সুস্থ স্বাভাবিক পরিবেশ দেওয়ার সুবাদেই এই ক্লাবের সূচনা। সারাবছর ধরে নানাবিধ অনুষ্ঠানের আয়োজনের করে থাকেন এই ক্লাবের উদ্যোক্তারা। রয়েছে স্পোর্টস কোচিং এর সুবিধেও। সেখান হয় ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, জিমনাস্টিকের মতো বিভিন্ন খেলা। বিভিন্ন সময় নানা নামিদামি ব্যক্তিত্ব যুক্ত থেকেছেন এই ক্লাবের সঙ্গে। ক্লাবের চেয়ারম্যান ১০১ নং ওয়ার্ডের পৌরপিতা শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত।

অন্যতম সেরা পুজোর শিরোপা জেতা এই ক্লাবের ঝুলি পূর্ণ রয়েছে পুরস্কারে। ঝুলিতে শোভা পাচ্ছে ষ্টার পুজোর শিরোপা ষ্টার আনন্দের তরফ থেকে, রয়েছে শ্রেষ্ঠ শারদ সম্মান জি টিভি ও সালিমারের পক্ষ থেকে, রয়েছে সেনকো জুয়েলার্স এর পক্ষ থেকে প্রথম পুরস্কার এবং সমচেয়ে দামি পুরস্কার গ্রীন পূজা অ্যাওয়ার্ড ২০১১, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

এই ক্লাবের এই বছরের থিম "আমার দূর্গা ". প্রতিটি নারীর মধ্যেই বিরাজিতা মা দূর্গা। মা ঠাকুমা দিদিমা পাড়ার কাকিমা সবার মধ্যেই জাগ্রত এই শক্তি।  কিন্তু আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে এই নারীশক্তি। নারীরাও যে পারে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সমান ভাবে পথ চলতে সেটা বিশ্বাস করতে কোথাও যেন আটকাচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের। আজকের এই দিনে দাঁড়িয়ে এই ক্লাবের এই অন্যতম ভাবনা সত্যিই মন ছুঁয়ে নেবে সবার, আশা পূজা কমিটির। প্রতিমা শিল্পী শ্রীমতী রমা দাসের হাতের জাদুতে প্রাণ পেয়েছেন মৃন্ময়ী মা। ভাবনা অ সৃজনে শ্রী পার্থ দাস।

প্রত্যক্ষ করতে চান তো এই অপূর্ব চিন্তাধারাকে? তাহলে সবাইকে চলে যেতে হবে ৬২, রায়পুর, গড়িয়া, কলকাতা- ৮৪ এই ঠিকানায়। রামগড় বাসস্ট্যান্ড থেকে হেতে ওয়েস্ট উইন্ড হাউসিং কমপ্লেক্স-এর পাসে রায়পুর ক্লাবে।