১৯৯৪ সাল থেকে পথচলা শুরু করে, এই বছর তারা পালন করতে চলেছে রজক জয়ন্তী বর্ষ. ক্লাবের প্রথম সভাপতি ও অন্যতম প্রাণপুরুষ ছিলেন নৃপেন চ্যাটার্জি. ক্লাবের বর্তমান সভাপতি শ্রী সমীর মুখার্জি. রজক জয়ন্তী বর্ষে অতিজমকালো করে পুজো করতে চাননা উদ্যোক্তারা. তাদের মতে সামাজিক দায়বধ্যতাই এই ক্লাবের পথচলায় পাথর. সামাজিক দায় বধ্যতা আজ যেখানে হারিয়ে যেতে বসেছে মানুষের মন থেকে সেইখানে দাড়িয়ে এই ক্লাবটি নিজেদের আদর্শে দন্ডায়মান.