ক্লাবের প্রতিষ্ঠাতা শ্রীদেবব্রত মন্ডল, বীরেন্দ্র মন্ডল এবং জয়ন্ত দাস।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রীভাস্কর সান্যাল।
১৯৫০ সালে জাতীয় সংঘ নাম নিয়ে যাত্রা শুরু করেছিল গান্ধী কলোনির ২নং ওয়ার্ড এর বাসিন্দারা কালীপূজা করা উদ্দ্যেশে।১৯৮০ সালে লোকাল কিছু যুবক আয়োজন করে অ্যানুয়াল স্পোর্টস-এর।তারপর থেকেই ক্লাবের কথা ভাবা হয়. ১৯৮৪ সালে এন.এস.সি. স্পোর্টস ক্লাব গঠিত হয়. ২০০০সাল থেকে দূর্গা পূজা করা শুরু করেন ক্লাবের সদস্যবৃন্দ।
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এই ক্লাব জিতে নিয়েছে টালিগঞ্জের সেরা পুজোর শিরোপা।
প্রাপ্ত পুরস্কারগুলি হলো: যাদবপুর থানা আঞ্চলিক সমিতি থেকে ২য় পুরস্কার ২০০৯ সালে, সাউথ কলকাতা স্পোর্টস এন্ড কালচারাল পরিষদের পক্ষ থেকে বিশেষ পুরস্কার এবং ঝান্ডুবাম ও এবিপি আনন্দের পক্ষ থেকে 'কষ্ট করে শ্রেষ্ঠ পুজো' র সম্মান।
দুর্গা পূজার পাশাপাশি রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, বিভিন্ন এনজিওকে অর্থ সাহায্যও করে থাকে এই ক্লাব।