About Us

১৯৭৩ সালে যাত্রা শুরু নয়াবাদ জনকল্যাণ সংঘের।এই বছর ক্লাবটি পদার্পণ করলো ৪৩ তম বছরে।ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী অরিন্দম নস্কর।এই পুজোটি সম্পূর্ণ গ্রামবাসীদের সাপোর্টের দ্বারা চলে. এলাকা তে মোটামুটি ১৪০ মতন বাসিন্দা বাস করেন।গত তিন বছর ধরে এনারা থিম পুজো শুরু করেছেন ।২০১৮ সালে এই ক্লাবের থিম "সর্বনাশা প্লাস্টিক". প্রতিবছর দেখা যায় কত প্রাণী মারা যায় এই সর্বনাশা প্লাস্টিকের কারণে।প্লাস্টিক ব্যবহারের পর তা ফেলে দেওয়া  হয় নালায় না হয় ভ্যাট-এ. এই প্লাস্টিকের কোনো ভাঙ্গন হয় না এরা পরিবেশে অবিকৃত অবস্থায় থেকে যায়. বৃষ্টির দ্বারা ধুয়ে তা গিয়ে পড়ে নদীতে।নদীতে জমতে থাকে প্লাস্টিক এবং সেই প্লাস্টিক যেমন ঘটায় পরিবেশ দূষণ তেমনই কারণ হয় অনেক নিরীহ প্রাণীর মৃত্যুর।বর্তমান কালে এই প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব সবার কমানো উচিত।ক্লাবের এই নতুন চিন্তাধারা সত্যিই অপূর্ব এবং আজকের দিনের সাথে যথেষ্টসামঞ্জস্যপূর্ণ।

অন্যতম সেরা পুজোগুলির মধ্যে এটি একটি হওয়ার জন্য প্রাপ্ত পুরস্কারের সংখ্যাও নেহাত কম নয়. ঝুলিতে রয়েছে সোনারপুর থানা সমন্বয়ের পক্ষ থেকে শারদ শিরোপা ২০০৫ এবং এমএলএ ফিরদৌসা বেগমের পক্ষ থেকে শারদ সম্মান ২০১৫,২০১৬ ও ২০১৭।

মণ্ডপটি দর্শন করতে হলে সবাইকে চলে যেতে হবে সোনারপুর রেল স্টেশন থেকে ৩.৫ কিমি মতো ভিতরে একটি রুরাল এরিয়াতে।