১৯৫২ সাল থেকে যাত্রা শুরু করে নরসিংহ এভিনিউ এসোসিয়েশন।এলাকার অধিবাসীদের ঐক্যবধ্য করার উদ্দেশ্য না নিয়ে এই ক্লাবের প্রতিষ্ঠা।ক্লাবের প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী বিভূতি ঘোষ. ২০১৬ সালে তৎকালীন সভাপতি শ্রী নবেন্দু সেনগুপ্তের কার্যকাল শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন বর্তমান সভাপতি শ্রী অমলেশ রায়.
শুরুতে এনারা কুমোরটুলি থেকে মাতৃমূর্তি আনা শুরু করলেও পার্শ্ববর্তী অঞ্চলের রাজেন্দ্রনাথ গুহ রোডের মৃৎশিল্পীদের আর্থিক সঙ্গতি ও সামাজিক পরিচিতি দানের উদ্দেশ্যে তাদের থেকেই মাতৃমূর্তি আনার ব্যবস্থা করে ক্লাব কতৃপক্ষ।সেই ধারা আজও বর্তমান।পরে পরবর্তী প্রজন্মের চাহিদায় শিল্পী সৌরভ পাল আয়োজন করেছিলেন বাংলার পটচিত্র।
গতবছর শিল্পী অনিমেষ দাসের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছিল "পুতুলের স্বর্গ". উড়িষ্যার পিপলী গ্রামের শিল্পকে প্রাধান্য দিতে মণ্ডপে রাখা হয়েছিল অসংখ্য পুতুল ও পাখির মডেল।
এই বছর এই ক্লাবের নিবেদন "শেষ ঠিকানা". না, শেষ ঠিকানা বলতে এখানে স্বর্গ বা মর্তের কথা বলা হচ্ছে না. ক্লাব কতৃপক্ষের কথায়, বর্তমান যুগে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে সম্পর্কের বুনন, হারিয়ে যাচ্ছে সামাজিক মূল্যবোধ।বহু যৌথ পরিবার ভেঙে টুকরো-টুকরো হয়ে যাচ্ছে।আর একসময় অত্যন্ত আদর-যত্নে লালন করা মা-বাবার স্থান হচ্ছে কিছু বৃদ্ধাশ্রমে।নচিকেতার গান অনুযায়ী সেই সব মস্ত অফিসার ছেলেরা ভুলেই যাচ্ছে একসময়ের আশ্রয় এই মায়ের কোল. সেইসব অসহায় মায়েরাই বলছেন 'আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম'. শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় ফুটে ওঠা দৃশ্যে দেখানো হয়েছে বৃদ্ধাশ্রম নয় নিজেদের বাড়িই হোক সমস্ত মা-বাবাদের শেষ-ঠিকানা।
অপূর্ব নানান থিম ভাবনার জন্য পুরস্কার পেয়েছেন অনেক যেমন, এএনএম নিউজ শারদ-সম্মান, গ্লোব টিভি শারদ সম্মান, আর প্লাস নিউজ শারদ সম্মান, শ্রী নিকেতন শারদ সম্মান এবং দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে প্রথম পুরস্কার।
দুর্গাপূজা ছাড়াও রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা এবং বস্ত্রদান অনুষ্ঠানের মাধ্যমে সমাজ সচেতনতা বজায় রেখেছেন কেউই ক্লাবের মেম্বাররা।