About Us

১৯৯৩ সাল থেকে লেট্স্বপন দাসের হাত ধরে যাত্রা শুরু নন্দীবাগান দুর্গা পূজা কমিটির।

ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী অরুনচন্দ্র বালা।

প্রাপ্ত পুরস্কারগুলো হলো ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন, দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি, ২৪ ঘন্টা, শিশু দর্পন, চতুস্কোন বাংলার তরফ থেকে  বিভিন্ন সম্মান।

সারা বছর জুড়ে নানারকম সামাজিক কাজকর্ম হয় ক্লাবে। ২টি অনাথআশ্রমের সাথে জড়িত আছে ক্লাবটি।দুঃস্থ শিশুদের সেবা, সিনিয়র সিটিজেনদেড় দরকার অনুযায়ী নানান কাজ করেন এই ক্লাবের মেম্বাররা।

সামাজিক এইসব কাজের পাশাপাশি নিজেদের  এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব ও এনারা তুলে নিয়েছেন নিজেদের কাঁধে।