About Us

  •        ১৯৫৬সালে এলাকার বাসিন্দাদের নিয়ে যাত্রা শুরু নন্দনা যুব সংঘ ক্লাবের।
  •        ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী চন্দন ব্যানার্জি।
  •        ২০০০সাল পর্যন্ত এই ক্লাব সাবেকি পূজায় বিশ্বাসী ছিল কিন্তু ২০০১সাল থেকে পরিবর্তন আসে চিন্তায়,শুরু হয় থিমপূজা।
  •         ঝুলিতে যেসব পুরস্কার রয়েছে সেগুলি হলো- সেরাম, কে.এস.পি.এস.এস, ভোরের আলো, এবিপি আনন্দ জুড়ি সম্মান প্রভৃতি।