About Us

এলাকার সাধারণ বাসিন্দাদের নিয়ে ১৯৪৩ সালে পুজো শুরু এই ক্লাবের।

সেই সময় কোনো চল ছিল না থিম পুজোর।স্বাবাভিক ভাবেই সাবেকিয়ানা তাই পুজোর আয়োজন করতেন ক্লাবের সদস্যবৃন্দ।

অত্যন্ত সাতমাটা ভাবেই প্রথমে পুজো করা হতো. ধীরে ধীরে বাড়ে ভিড়, সেইসাথে জনপ্রিয়তা।

এই ক্লাবের এই বছরের থিম "কবিগুরুর শান্তিনীড়".

মণ্ডপে থিম হলেও প্রতিমায় বজায় থাকছে সাবেকিয়ানা।

থিমের বিষয়বস্তু টি ঠিক কি তা জানতে হলে অবশ্যই সবাইকে যেতে হবে মানিকতলা চালিতাবাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটির পূজামন্ডপে।