৬৩ তম বর্ষে মহামায়াতলা পূর্ব মিলনী।
১৯৫৬ সালে শুরু যাত্রা।সেই থেকে এখনো পর্যন্ত এলাকার বাসিন্দারা ও ক্লাবের মেম্বাররা মিলে অত্যন্ত আনন্দ ও উচ্ছাসের সাথে আয়োজন করেন বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজার।
ক্লাবের প্রেসিডেন্ট শ্রী নজরুল আলী মন্ডল এবং ক্লাবের সেক্রেটারি শ্রী প্রদীপ চক্রবর্তী।
দুর্গাপূজা ছাড়াও নানান সোশ্যাল ও কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, দুঃস্থদের বস্ত্র বিতরণ প্রভৃতি অনুষ্ঠান করে থাকেন।
গতবছরের "ভক্তিতে আসুক শক্তি"-খ্যাত এই ক্লাবের এইবারের নিবেদন "শৈশব".
প্রতিমা শিল্পী শ্রী পরিমল পাল এবং থিম তৈরীতে রাখি ও সন্দীপ।