Kumartuly Sarvojanin
শ্রী হরি শঙ্কর পালের হাত ধরে ১৯৩১ সালে যাত্রা শুরু করে এই ক্লাব। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী কাশিনাথ পোদ্দার। ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, শচীন্দ্রনাথ ব্যানার্জি, জগদ্ধাত্রী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এই বছর এই ক্লাব পদার্পন করলো ৮৮ তম বছরে।
ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং মৃৎশিল্পী গোপেশ্বর পাল সর্বপ্রথম একচালার পরিবর্তে পাঁচ চলার ঠাকুর তৈরী করেন।
প্রাপ্ত পুরস্কারগুলো হলো- বিশ্ববাংলা, এশিয়ান পেন্টস, আনন্দবাজার শারদ অর্ঘ্য, কোলকাতাশ্রী প্রভৃতি।
মাতৃ-মূর্তি তৈরির পীঠস্থানে এই ক্লাবটি হওয়ায় এটি অত্যন্ত জনপ্রিয় পূজা মণ্ডপগুলির মধ্যে একটি।
11 Janak Road, Kolkata
Kolkata-700029
West Bengal
Phone: 033-24650011
Email: contact@jiyobangla.com