১৯৬১ সালে মাত্র ৬ জন একত্রিত হয়ে শুরু করেছিলেন কাঁসারিপাড়া
সার্বজনীন শারদোত্সব কমিটি . তখন ক্লাব তৈরী হয়নি. বিজয় সিং
ছাজলানি ছিলেন এই পুজোর প্রাণপুরুষ. ছিলন রতন চন্দ্র সামন্ত,
গোপাল হালদার, বিষ্ণুপদ মুখার্জি, শঙ্কর মুখার্জি প্রমুখ. মাত্র ৭৩০
টাকা পুঁজি নিয়ে এই পুজোর সূত্রপাত. ধীরে ধীরে বারে জনপ্রিয়তা, বাড়ে
পুঁজিও. ২০১০ সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন এই ক্লাব এই বছর
এদের খরচ হয় ৩ লক্ষ টাকা. সেই বছর থেকেই শুরু থিম পুজো. এইবছর
৫৭ তম বর্ষে পদার্পণ এই ক্লাবের. ২০১০ থেকেই শুরু পুরস্কার
প্রাপ্তির. ক্যালকাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে সেরা ভাবনা ও সেরা
প্রতিমার পুরস্কার রয়েছে এদের ঝুলিতে. এই ক্লাবের চেয়ারম্যান- শ্রী
মদন মিত্র এবং ক্লাবের সভাপতি- শ্রী শঙ্কর মুখার্জি.