১৯৮৩ সালে কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারি ক্লাবটির প্রতিষ্ঠা করেন শ্রী
বাসুদেব কান্রার, শ্রী শ্যামাপদ হাজরা ও জয়রাম মেটে। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট
শ্রী বিশ্বজিত পাল। এলাকার সাধারণ বাসিন্দাদের আগ্রহে পুজো শুরু এই ক্লাবের।
১০০ বছরের পুরনো শীতলা মন্দির থেকেই শুরু এই বারোয়ারি পুজোর। জেলার
অন্যতম একটি সেরা পুজো হওয়ার দরুন অনেক পুরস্কার রয়েছে এই ক্লাবের
ঝুলিতে। রয়েছে বিশ্ববাংলা সেরা পূজার স্বীকৃতি। এছাড়াও রয়েছে এবিপি আনন্দ
সেরা জেলার পুজোর শিরোপাও। আর রয়েছে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরার
সেরার পুরস্কারও।
প্রতিবছর প্রায় ৫-৬ লক্ষ লোকের ফুটফল হয় জেলার সেরা এই পুজো দেখার
জন্য। বিশেষভাবে তৈরি থাকে ক্লাবও তাদের দর্শকদের বিশেষ সুবিধা দেওয়ার
জন্য। দর্শকরা কোনভাবে যাতে অসুবিধায় না পড়েন সেই দিকে কড়া দৃষ্টি পুজো
উদ্যোক্তাদের।