About Us

১৯৪৫ সালের বীন্দ্রনাথ সিংহের হাত ধরে যাত্রা শুরু।

এই বছর এই ক্লাব পা দিল ৭৩তম বছরে

গত ১৫ বছর ধরে এই ক্লাব থিম পুজোর আয়োজন করে এই ক্লাব।

২০০৯ সাল থেকে পুরস্কারের ঝুলিতে সংযুক্ত হয়েছে যেসব পুরস্কার সেগুলি হলো: আনন্দবাজার পারলে শারদঅর্ঘ, ওয়েস্ট বেঙ্গল পলিউশন বোর্ড এর পক্ষ থেকে সেরা পুজো, কলকাতা টিভি ট্রু স্পিরিট প্রভৃতি।

দুর্গা পূজা ছাড়াও ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবির, বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষার।

ভবিষ্যতে ক্যান্সার রোগীদের জন্যএকটি দাতব্য চিকিৎসালয় খোলার ইচ্ছে আছে ক্লাবের সদস্যদের।