About Us

১৯৪৬ সাল থেকে শ্রী মানিক বন্দ্যপাধ্যায় মহাশয়ের হাত ধরে পথ চলা শুরু অতি জনপ্রিয় এই ক্লাবের.

এই বছর তারা পদার্পণ করলো ৭২তম বছরে. অতি জাঁকজমকের সাথে ২৫,৫০ এবং ৬০ বছর পার করার পর এইবার ক্লাবের লক্ষ্য ৭৫তম বর্ষ. গত ৩ বছর ধরে এই ক্লাবের প্রেসিডেন্ট শ্রী অসিত কুমার সেন. ২০১৬ সালে এই পুজো অর্জন করে ইমামির পক্ষ থেকে “কষ্ট করে শ্রেষ্ঠ পুজো”র সম্মান.

এই বছর এই ক্লাবের নিবেদন শ্রী দেবব্রত সিংহের কনসেপ্ট “কাঠপুতলি ও রাজেশ্বরী”. রাজস্থানের বিখ্যাত এক কাঠের শিল্প ‘কাঠপুতলি উডেন ডলস’ যা বর্তমানে কালের গ্রাসে হারিয়ে যেতে বসেছে তাকে হাইলাইট করাই মূল উদ্দেশ্য ক্লাব কতৃপক্ষের.থিমের আয়োজন করা হলেও বজায় থাকছে সাবেকিয়ানা.  এই বছরের প্রতিমা শিল্পী শ্রী মোহনবাসী রুদ্র পাল. মণ্ডপটি প্রতক্ষ্য করতে হলে আপনাকে চলে যেতে হবে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন থেকে ১০ মিনিটের হাঁটা পথে এই ক্লাবের পূজা মণ্ডপে।