About Us

৭৪ তম বর্ষে পদার্পন শ্রী পুলিন বিহারি মল্লিকের হাত ধরে পথ চলা শুরু করা হালসিবাগান সার্বজনীন।

প্রথমে পরেশনাথ মন্দিরের পশে শ্রী বলাইপাল মহাশয়ের বাড়ির পাশের জমিতে দুর্গাপূজার আয়োজন করতো এই ক্লাব।

ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

অমিত মুখার্জির সহযোগিতায় পূজা ছাড়াও রক্তদান শিবির, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে থাকে ক্লাব কতৃপক্ষ।

এই ক্লাবের এই বছরের নিবেদন "ফোক ও লোক"| বিভিন্ন বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও লোকশিল্পের নিদর্শন প্রদর্শনের জন্য এমন থিম ভাবনা ক্লাব কমিটির। শিল্পী শ্রী তুষারকান্তি প্রধান

ক্লাবটির নিয়ারেস্ট বাস স্টপেজে হলো সাহিত্য পরিষদ