About Us

১৯৭৬সালে জাতির শুরু করে এইবছর পদার্পন ৪২তম বছরে।

সম্পূর্ণ মহিলা চালিত এই পুজো নারীশক্তি এবং মাতৃশক্তিকে আরাধনার জন্য করা হয়ে থাকে.

ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রীমতি সবরি দে।

পুরস্কারের ঝুলিতে রয়েছে বিভিন্ন পুরস্কার: যেমন, বিধাননগর সেরা পুজো ২০১৫, ২০১৫তে প্রেসক্লাবের পক্ষ থেকে সেরা আলোক সজ্জায় ৩য় পুরস্কার, ২০১০ সালে রোটারি ক্লাবের পক্ষ থেকে সেরা মণ্ডপ সজ্জায় ২য় পুরস্কার, সঞ্চারণ টিভির পক্ষ থেকে শ্রেষ্ঠ পুজো পরিবেশ প্রভৃতি।

দুর্গা পূজা ছাড়াও নানান সামাজিক কাজ করে থাকেন এই ক্লাবের মেম্বাররা।রক্তদান শিবির, বিনামূল্যে কম্বল বিতরণ, বজবজ রামকৃষ্ণগায়েত্রী আশ্রমকে অর্থ সাহায্য এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য অর্থ সাহায্য করে থাকে এই ক্লাব।

এইবছর এই ক্লাবের নিবেদন "মাদারহুড অফ ইন্ডিয়ান সোসাইটি এন্ড কালচার". থিমের সাথে সামঞ্জস্য রেখে মণ্ডপে থাকছে হাতে আঁকা কিছু বিখ্যাত মহিলা বৃন্দের ছবি. শ্রীমতি সুহাসিনী মিস্ত্রিকে দিয়ে পুজোর উদ্বোধন করানোর ইচ্ছে আছে পূজা-নির্মাতাদের।পুজোর সময় ২জন আর্মি জওয়ান,যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এমন দুই জোয়ানের পরিবারকে সংবর্ধনার এবং কিছু সাহায্যের আয়োজন করেছেন ক্লাব কতৃপক্ষ।