ক্লাব প্রতিষ্ঠার আগে থেকেই দুর্গা পূজার চল ছিল এই ক্লাবে।
১৯৮৭ থেকে দূর্গা পূজা করছে এই ক্লাব।
ক্লাবের প্রেসিডেন্ট- শ্রী অরুন কুমার গুনিন।
পুজো ছাড়াও নানা সমাজ সচেতনতা মূলক কাজ করেন ক্লাব কতৃপক্ষ।
রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রভৃতির আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে।
প্রাপ্ত পুরস্কার গুলো হলো- অস্টিন প্লাইউড শারদ সম্মান, টি ২৪ টিভি শারদ সম্মান ইত্যাদি।