About Us

৫০ বছরের পুরোনো ক্লাব এই ব্রহ্মপুর সম্মিলনী সংঘ.ব্রহ্মপুর সম্মিলনী সংঘ।১৯৬৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই ক্লাবের নাম ছিল "ব্রাম্মপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি"।তারপর তারা নাম পরিবর্তন করেন।আর্থিক অসঙ্গতি, জরাজীর্ণ পরিকাঠামো হওয়া সত্ত্বেও প্রতিবছর দুর্গাপূজা ও কালীপূজার আয়োজন করেন ক্লাব কতৃপক্ষ।দুর্গাপুজো ছাড়াও সারাবছর জুড়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই ক্লাব।অঙ্কন প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের নানান সাহায্য করে থাকে এই ক্লাব।

অন্যতম সেরা এই পুজোর এই বছরের থিম "দৃষ্টিদান". দৃষ্টিদান বলতে আমরা বুঝি কোনো অন্ধ ব্যক্তিকে দৃষ্টিদান কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি সেরকম নয়. পুজো নির্মাতারা এই ব্যাপারটি অন্যরকমভাবে ভাবছেন।তাদের মতেঅন্ধ আসলে তারা নন যারা চোখে দেখতে পান না, অন্ধ আসলে তারা যারা সমাজে ঘটে যাওয়া নানা কুকর্ম দেখেও চোখ বন্ধ করে থাকেন।সমাজের নানা অপ্রত্যাশিত ঘটনা প্রতিদিনই কেউ না কেউ প্রতক্ষ করেন কিন্তু কেউই এগিয়ে গিয়ে তার প্রতিবাদ করেন না. পূজা নির্মাতাদের কথায় এনারাই আসল অন্ধ।দেবীমূর্তির রূপের মাধ্যমেএই  ক্লাবের এই বছরের নিবেদন এইসব মানুষকে দৃষ্টিদান করা যাতে সমাজের বুকে কেউ কোনো কুকর্ম বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেখলে যাতে মুখ ফিরিয়ে চলে না যান, তারা যাতে রুখে দাঁড়ান।সবাই মিলে প্রতিবাদ করতে শুরু করলে তবেই তো কমবে এই সমাজের জঞ্জাল।