About Us

ক্যালকাটা হয় কোর্টের জাস্টিস এন. সি তালুকদারের হাত ধরে ১৯৪২ সালে যাত্রা শুরু এই ক্লাবের। ক্লাবের প্রেসিডেন্ট ডঃ তপন গাঙ্গুলি| এই ক্লাবে দুর্গা পূজা শুরু হয় ১৯৪৯-এ| বিগত ১০ বছর ধরে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এই ক্লাব| প্রতিদিন প্রায় ৫০০০-১০০০০ ফুটফল হয় এই ক্লাবের পুজো দেখতে|

জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে প্রাপ্ত পুরস্কারের সংখ্যাও. ঝুলিতে রয়েছে সোনার বাংলা চ্যানেল থেকে সেরাথিম পরিবেশ অ্যাওয়ার্ড|

এই ক্লাবের বিভিন্ন বছরের বিভিন্ন থিম গুলি হলো ২০০৪ সালে সোনার বাংলা, ২০১০ সালে হীরক রাজার দেশে, ২০১১ তে ঠাকুর দালান প্রভৃতি| ২০০৯ সালে এদের মাতৃ মূর্তি ছিল ১৩ ফুট উঁচু|

এই ক্লাবের অন্যতম একটি বৈশিষ্ট হলো এই পারায় বসবাস করেন ভিন্ন ধর্মের ভিন্ন ভাষার মানুষজন| তাদের সবাইকে একত্রিত করাও একটি উদ্দেশ্য ক্লাব কতৃপক্ষের|

এই ক্লাবের ঠিকানা- ৭/১, বিজয় বোস রোড, ভবানীপুর, কলকাতা- ২৫