About Us

দেবীর ১১টি রূপ প্রত্যক্ষ করানো অত্যন্ত জনপ্রিয় বেহালা ১১পল্লি শারদোৎসব কমিটি এবার পা দিলো ৬৩তম বছরে।

১৯৫৩সালে ক্লাবটির প্রতিষ্ঠা হয় স্বর্গত বিমলচন্দ্র ঘোষ, স্বর্গত পাঁচুগোপাল নাগ, স্বর্গতসুখময় চন্দ্র প্রভৃতি মনীষীর হাত ধরে।

বরাবরই সাবেকি ভাবে পুজো করতে স্বচ্ছন্দ ছিল এই ক্লাব।কিন্তু ছন্দপতন এইবছর. প্রথম বছর তারা আয়োজন করছেন থিমপুজোর।এই বছর পুজোর থিম, "এবার আর ছন্নছাড়া নয়". মণ্ডপে থিম থাকলেও মাতৃমূর্তিতে থাকছে সাবেকিয়ানা ছোঁয়া।থিমের চিন্তাটি এসেছে কবি অচিন্ত্য দাশগুপ্তর কবিতা থেকে।

এবারের মণ্ডপ সজ্জা করেছেন  শিল্পী কৈলাশ দাস এবং মাতৃমূর্তি রচনা করেছেন শ্রীরাজীব পাল।