About Us

১৯৪৫সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু বাতাসে তখন রয়েছে বারুদের গন্ধ তখনও ধ্বনিত হচ্ছে গুলির আওয়াজ সেই সময় অসাধারণ কিছু যুবক ক্লাব তৈরির কথা ভাবেন। ভারতবর্ষ তখনও ব্রিটিশদের অধীনে। এলাকার বাসিন্দাদের স্বাধীনতা সচেতন করার উদ্দেশ্যে এই ক্লাবটির প্রতিষ্ঠান।

১৯৪৫সাল থেকে এই দীর্ঘ যাত্রা পথে দেখেছে অনেক খাড়াই উৎরাই, তাসত্ত্বেও কলকাতার ইতিহাসে ও সংস্কৃতিতে তারা রেখেছে এক ইনক্রেডিবল মার্ক।

প্রতি বছরের মতো এবার সাবেকিভাবেই আয়োজন করা হচ্ছে মায়ের আবাহনের।

পূজা ছাড়াও সারাবছর নানা সামাজিক কাজের আয়োজন করেন এই ক্লাব যেমন রক্তদান-শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, কম্বল বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি।