About Us

১৯৫০ সালে বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ ক্লাবের প্রতিষ্টা হয় ।প্রতিষ্টাকাল থেকে শুরু করে আজ অবধি উত্তরোত্তর ক্লাবের শ্রী বৃদ্ধি হয়েছে। স্বর্গীয় প্রমথ নাথ সরকার, পরিমল দাশগুপ্ত, নৃপেন সেন, গৌরাঙ্গ দাস, মধুসূদন সাহা, মদন চৌধুরী, প্রমুখ ,শ্রী ননি সরকার এর নেতৃত্বে বছর বছর ধরে এই ক্লাব নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে অঞ্চলে সুপ্রতিষ্ঠিত করে তোলেনা তাঁরা ।প্রথম থেকেই বাকি পুজোর পাশাপাশি দুর্গাপূজাও হয়ে এসেছে সুনামের সঙ্গে। কলকাতার দুর্গাপূজার ইতিহাসের বাঘাযতীন অঞ্চলের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের  ক্লাব পথপ্রদর্শক হিসাবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে। বর্তমান ক্লাব সভাপতি শ্রী পঙ্কজ কুমার সাহা ও পূজা কমিটির সভাপতি শ্রী ধনঞ্জয় মন্ডল।তাদের  কাছে এই ক্লাব হলো একটা ইনস্টিটিউশন। নানারকম শিক্ষামূলক, ও সামাজিক কাজকর্ম নিয়ে সারা বছর ব্যাস্ত থাকে এই ক্লাব। আমাদের ক্লাবের মূলধন হলো শিক্ষা, সংকৃতি আর সমীহ করা।