About Us

৫২ তম বর্ষে পদার্পণ অভিযান-গান্ধী কলোনির১৯৬৭ সালে শ্রী সত্যনারায়ণ বোস, শিবতোষ ব্যানার্জি, সাধন মজুমদার প্রমুখের হাত ধরে যাত্রা শুরু করে এই ক্লাব। ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী স্বপন দেবনাথ

কিছু মধ্যবিত্ত পরিবারের যুবক সম্প্রদায় নিজেরাই সংস্কৃতিকে উন্নত করার উদ্দেশ্যে  দায়িত্ব নিয়ে বাঁশ দিয়ে তৈরী করে ক্লাবঘরটি। তারপর পরবর্তীকালে তৈরী হয় ইঁটের পাকা ক্লাবঘর।  সংস্কৃতিকে উন্নত করার উদ্দেশ্যে তৈরী হয় এই ক্লাবটি।

ক্লাব প্রাঙ্গনেই প্রথম দূর্গা পূজার আয়োজন করতে হয় ক্লাব কতৃপক্ষকে।  প্রতিবছর নানারকম সামগ্রী যেমন দেশলাই কাঠি, পাট, কাগজের তৈরী নানা সামগ্রী দিয়ে মণ্ডপসজ্জা করে পূজা কমিটি।

দূর্গা পূজা ছাড়াও দুঃস্থদের সাহায্য, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে উৎসাহদান, রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও নাটক কম্পিটিশন, যুক্তি-তর্কের ও আয়োজন করে থাকে ক্লাব কতৃপক্ষ।