About Us

১৯৭৭ সাল থেকে পথ চলা শুরু অরবিন্দ সেতু সার্বজনীন দূর্গা পূজা সমিতির।এবছরে তারা ৪২তম বর্ষে পদার্পন করলো।প্রতিবছর তারা দূর্গা পুজোর সাথে সাথে মুমূর্ষু দের সাহায্যাথে ,স্বেচ্ছায় রক্তদান শিবির ,চক্ষু পরীক্ষা শিবির ,বিনা মূল্যে চশমা বিতরণ ,ছানি অপরেশন তাদের বাৎসরিক কর্মসূচির অন্যতম ।এছাড়াও ডেঙ্গু সচেতনতা ,স্মোক ফ্রি সচেতনতা ,পরিবেশ পরিচ্ছন্নতা সচেতনায় তাদের সদস্যরা সদা অবিচল ।এছাড়াও দুর্গাপুজোর শুভ সূচনায় পথ শিশুদের হাতে তুলে দেন তারা পুস্তক ।
 
এবছরে তাদের থিম নগন্যি।তাদের এই থিমটির  মধ্যে দিয়ে তারা 'নারীর গর্ভে মরছে নারী,পুরুষ ভুলেছে তার মা ও এক নারী ' এই বার্তা তুলে ধরতে চেয়েছেন ।আমরা একটা সুন্দর রমণীকে স্ত্রী হিসাবে চেয়ে থাকি কিন্তু যখন মেয়ে কন্যা গর্ভে আসে তখন আমরা 'কন্যা নৈব নৈব চ "বলে থাকি ।কিন্তু আমরা ভুলে যাই আমাদের মা ও এক নারী ,নারী না থাকলে পৃথিবীর বারসাম্ম হারিয়ে যাবে ।নারীর সব দিক ফুটিয়ে তুলেছেন এবারে তারা তাদের শিল্পকলার মধ্যে দিয়ে ।