About Us

ক্লাবের জন্মের আগে থেকেই দূর্গাপুজোর চল. ১৯৯৩ সালের ১৫ই অগাস্ট যাত্রা শুরু এই ক্লাবের. ক্লাবের প্রেসিডেন্ট শ্রী শান্তিরঞ্জন বসাক. ১৯৮২ সালে দূর্গাপুজো শুরু হয় কযেকজন মানুষকে একসাথে নিয়ে.৩৮তম বর্ষেও অব্যাহত সাবেকিয়ানার ধারা. ২০১০সাল থেকে সাবেকিয়ানার খোলস থেকে বেরিয়ে থিমপুজোর ইঁদুর দৌঁড়ে যাত্রা শুরু করে এই ক্লাব. পুরস্কারে ভরে ওঠে তাদের ঝুলি. প্রাপ্ত হয় ই-টিভি প্রানের পুজোর সম্মান, আর-প্লাস শারদ সম্মান, বাঁচব শারদ সম্মান প্রভৃতি.

প্রতি বছরের মত এই বছরও সাবেকিভাবেই পুজোর আয়োজন করছেন পুজো উদ্দ্যোক্তারা.

পুজোর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এইক্লাব. বসে-আঁকো-প্রতিযোগিতা, ডান্স কম্পিটিশন ছাড়াও আয়োজিত হয় ব্লাডডোনেসন ক্যাম্প, বই বিতরণ, জামাকাপড় বিতরণের মত অনুষ্ঠান.

পুজো কমিটির মতানুসারে দুর্গাপূজা শুধু আনন্দ উদযাপনের জায়গাই নয় এটি সামাজিক ঐক্যবধ্যতার জায়গাও বটে. বাঙালিদের সবচেয়ে বড় উত্সব হওয়ার দরুন বছরের এই একটিমাত্র সময়ে সমস্ত মানুষ একত্রিত হয় মায়ের চরনতলে.