৩৪ বছর আগে পুজো শুরু করে এই ক্লাব। তখন ক্লাবের সেক্রেটারি ছিলেন অরুন কুমার চক্রবর্তী।
ছোট এই পুজোটি ২৫তম বছর থেকে শুরু করে থিম পূজা।
এই বছর এই ক্লাবের থিম বৈদিক যন্ত্র ও তার দর্শন থেকে অনুপ্রাণিত "উৎস"।
পুরস্কারের লিস্ট অনেক বড়: এবিপি আনন্দ বিশেষ সম্মান (২০১৬), মায়ের বাড়ির সেরা ভোগ, সেরা পরিবেশ আমার বাংলার তরফ থেকে, হিরো হোন্ডা সেরা ১০, স্টার্ট আনন্দ স্পেশাল জুড়ি অ্যাওয়ার্ড ইত্যাদি।