About Us

পিনাকী মুখার্জি ও সঞ্জীব মুখার্জির হাত ধরে ১৯৬০ সালে যাত্রা শুরু এই ক্লাবের।ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শ্রী রতন ঝাওয়ার।আগের প্রেসিডেন্ট ছিলেন শ্রী বেণীপ্রসাদ বাজাজ।

মহম্মদ আলী পার্কের পাশের ফায়ার ব্রিগেডের পুজো যখন বন্ধ হয়ে যায় তখনই দুর্গাপূজা শুরু করেন এই ক্লাবের সদস্যরা।

প্রথমে সাবেকিয়ানা বজায় রেখে পুজো করলেও পরে থিম পুজো শুরু করে এই ক্লাব।

সারাবছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছাড়াও পুজোর সময় বস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, শীতকালে কম্বল বিতরণ, স্বাস্থ্য সচেতনতা শিবিরের মতো সামাজিক কাজ ও করেন এই পুজো কমিটি।

অষ্টমী ও নবমীর দিন ক্লাবের তরফ থেকে মহাভোগের আয়োজন করা হয়।